নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ২২ জন আক্রান্ত, দুইজনের মৃত্যু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায়  করোনা ভাইরাসে আরও ২২ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন দুইজন।এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১৬৩১ জন এবং মৃত্যু ৬৩ জনে দাড়িয়েছে। ২৪ ঘণ্টায় আরও সুস্থ হয়েছেন ৩৫ জন, মোট সুস্থ্য হয়েছেন ৪২১ জন। রোববার (১৭ মে) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য জানায়।

আক্রান্তদের মধ্যে নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন এলাকায় ৮০১ জন, সদর উপজেলায় ৫২৬, বন্দর উপজেলায় ৩৯, আড়াইহাজারে ৫৩, সোনারগাঁয়ে ৯২ ও রূপগঞ্জে ১২০ জন। সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৪৪ জন, সদরে ১৫, বন্দরে ১, রুপগঞ্জে ১ ও সোনারগাঁয়ে ২ জন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এই পর্যন্ত জেলায় মোট ৬৪৮৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪১৯ জনের।

add-content

আরও খবর

পঠিত