নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : অনবদ্য এক সেঞ্চুরি হাঁকিয়েছেন শাহরিয়ার নাফিস। সঙ্গে মেহেদী মারুফ ও নাঈম ইসলামের দাপুটে ব্যাটিংয়ে প্রাইম দোলেশ্বর ক্রিকেট ক্লাবকে সহজেই হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। শুক্রবার (১৯ এপ্রিল) সাভারে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে সুপার লিগের ম্যাচে দোলেশ্বরকে ৭ উইকেটে হারায় রূপগঞ্জ। ২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৪ বল বাকি থাকতেই ২০৮ রান করে পয়েন্ট টেবিলের শীর্ষের দল।
১১৩ রানে অপরাজিত থাকেন তিন নম্বরে ব্যাট করতে নামা নাফিস। তার ১৪২ বলের ইনিংসটি রয়েছে ১১টি চার ও একটি ছক্কার মার। লিস্ট এ ক্রিকেটে এটা নাফিসের নমব শতক। অন্যদের মধ্যে ওপেনার হেমেদি মারুফ ৬৭ বলে ৪১ ও অধিনায়ক নাঈম ইসলাম ২৭ বলে অপরাজিত ৩২ রান করেন।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে ২০৫ রানে গুঁড়িয়ে যায় দোলেশ্বর। ৯৫ বলে সর্বোচ্চ ৭২ রানের ইনিংস খেলেন সৈতক আলি। অন্যদের মধ্যে সাইফ হাসান ৩৭ ও মাহমুদুল হাসান অপরাজিত ২৫ রান করেন।
রূপগঞ্জের বোলারদের মধ্যে ৫৪ রানে সর্বোচ্চ ৪ উইকেট নেন তাসকিন আহমেদ। ৩৫ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ শহীদ। দুই উইকেট নেন ভারতীয় পেসার ঋষি দেওয়ান। সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ সেরার পুরস্কারটিও নিজের করে নিয়েছেন নাফিস। ১৪ ম্যাচে ১২ জয়ে টেবিলের শীর্ষে থাকা রূপগঞ্জের পয়েন্ট দাঁড়িয়েছে ২৪।