নানার বাড়ি যাওয়া হলো না শিশু আসফিয়ার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : ফতুল্লায় অটোচাপায় আসফিয়া নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয় তার ছোট বোন মানসুরা। শুক্রবার বিকেলে উপজেলার ফতুল্লার বক্তবলী লাল মিয়ার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসফিয়া বক্তবলী রামনগর সর্দার বাড়ির আল আমিনের মেয়ে।

ফতুল্লা মডেল থানার এসআই ফজলুল হক জানান, বাড়ির থেকে হেঁটে নানা বাড়ি যাচ্ছিল আসফিয়া ও ছোট বোন মানসুরা। এ সময় দ্রুতগামী একটি অটোরিকশা আসফিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আসফিয়া নিহত হয়। আহত মানসুরাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

এসআই ফজলুল আরো জানান, অটোরিকশাটি উদ্ধার করা গেলেও চালক পালিয়ে যান।

add-content

আরও খবর

পঠিত