নবীর প‌রে নবী নাই, সংস‌দে আইন চাই- উত্তাল নারায়ণগঞ্জ !

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নবীর পরে নবী নাই, সংসদ আইন চাই- এমন শ্লোগানে উত্তাল নারায়ণগঞ্জ। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার দাবীতে সমাবেশে হাজার হাজার মুসল্লী ও ধর্মপ্রাণ লোকজন উপস্থিত হয়েছেন।  শনিবার (১ ফেব্রুয়ারী) বাদ যোহর নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে সম্মেলনের প্রধান কর্মসূচি শুরু হলেও সকাল থেকেই এর কার্যক্রম শুরু হয়।

সকাল থেকেই হাজার হাজার মুসল্লিদের ঢল নামে।  এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশের প্রধান আকর্ষণ আল্লামা আহমদ শফীকে সামনে থেকে দেখার জন্য এবং দেশ বরেণ্য মাওলানাদের বক্তব্য সামনে থেকে শুনতে সবাই আগে থেকে সম্মুখভাগের সারিতে জায়গা নিয়েছে। যেকারণে সকাল থেকে হাজার হাজার মুসল্লিদের সমাবেশ স্থলে জমায়েত হতে দেখা যায়। সকাল গড়িয়ে দুপুর যত ঘনিয়ে আসছিল মুসল্লিদের ঢল তত বাড়ছিল। যোহরের নামাজের পর সেই ঢল জনসমুদ্রে পরিণত হয়।

সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবীব বলেছেন, নারায়ণগঞ্জ থেকে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে আন্দোলন শুরু হয়েছে৷ এ আন্দোলন সমগ্র বাংলাদেশে ছড়িয়ে যাবে৷ আমরা চাই কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে৷ আর যারা কাদিয়ানীদের পক্ষে কথা বলবে তারাও কাফের৷

অন্যান্য বক্তারা বলেন, তিন মাসের মধ্যে সংসদে আইন পাসের মাধ্যমে কাফের ঘোষণা করতে হবে৷ আমাদের এ আন্দোলন অনেক দিনের৷ কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা না করলে আন্দোলন আরো বেগবান হবে৷

প্রধান বক্তা হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফি এখনও সম্মেলনে উপস্থিত হননি৷ আরও বক্তব্য রাখবেন, হেফাজতে ইসলামীর মহাসচিব জুনায়েদ বাবুনগরী, হেফাজতে ইসলামীর ঢাকা মহানগরের সভাপতি নূর হোসাইন কাশেমী, সাইদুর রহমান, আব্দুল হামিদ, আতাউল্লাহ ইবনে হাফেজ্জী, মিজানুর রহমান চৌধুরী, নূরুল ইসলাম জিহাদী, আবদুল্লাহ মুহাম্মদ হাসান, জুনায়েদ আল হাবীব, ইমাদুদ্দীন, আবদুল বারী, আশরাফ আলী, আবদুল কুদ্দুস, তাফাজ্জুল হক, নূরুল ইসলাম ওলিপুরী, মুহাম্মদ ওয়াক্কাস, আশেকে এলাহী, আব্দুল হাই মেশকাত, মুহাম্মদ ইসহাক, মামুনুল হক, নজরুল ইসলাম কাশেমী, ওবায়দুর রহমান খাঁন নদভী, মাহবুবুল হক কাশেমী, শফিকুল ইসলাম, আবদুল আউয়াল, আবদুল কাদির, আবু তাহের জিহাদী প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত