নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নিতাইগঞ্জ পাইকারি ও খুচরা ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ।
বুধবার (১ জানুয়ারি) সকালে শংকর সাহার নেতৃত্বে ব্যবসায়ীরা পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে এ শুভেচ্ছা জানান। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম ব্যবসায়ীদের সাথে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ নূরে আলম, ব্যবসায়ী জসিম উদ্দিন জসিম, পরেশ চৌধুরী প্রমুখ।