নববধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লায় ফাতেমা খাতুন (১৮) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ফাতেমা খাতুনের মৃত্যু নিয়ে রহস্য থাকায় স্বামী শাওনকে (২৮) আটক করেছে পুলিশ।

শনিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে পূর্ব গোপালনগর এলাকার এক ভাড়া বাসা থেকে ফাতেমার ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

মৃত ফাতেমা খাতুন চাঁদপুর উত্তর মতলব থানার ছোট হলদিয়া এলাকার আবুল কাশেমের মেয়ে। তার স্বামী শাওন খানপুর এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে।

আটকের পর  থেকেই  শাওনের  দাবি  করছে স্ত্রী ফাতেমা আত্মহত্যা করেছে। তবে লাশের শরীরে আঘাতের চিহ্ন বলছে অন্য কথা। এনিয়ে এলাকাবাসীসহ পুলিশও সন্দেহ করছে।

ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর আসল ঘটনা জানা যাবে। এরই মধ্যে ফাতেমার স্বামী শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত