নতুন বছরে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে শপথ নিতে হবে : এসপি হারুন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ পুলিশ সুপার হারুন অর রশীদ বলেছেন, আজ পহেলা বৈশাখ, বছরের প্রথম দিন। এই নতুন বছরে আমাদের শপথ নিতে হবে অন্যায়, মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে। তাহলে আগামী দিনগুলোকে আমরা নতুন করে সাঁজাতে পারবো। রোববার (১৪ এপ্রিল) সকালে শহরে খানপুর ডিসির বাংলোতে পহেলা বৈশাখ উপলক্ষ্যে আয়োজিত সাংষ্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, সকল ধর্মের মানুষ আমরা সাম্প্রদায়ীকতার উর্ধ্বে এসে এই দিনটাকে পালন করব। তাই এই নতুন বছরের আগমনে পুরাতন বছরের জরাজীর্ণতা আমাদের মধ্যে যেই অপসংষ্কৃতির কথা ভুলে গিয়ে, আমরা নতুন বছরে নতুন সাঁজে নতুন উদ্যোমে ঝাঁপিয়ে পড়বো। আমরা মনে করি, এটা আমাদের ঐতিহ্য এটা আমাদের গর্বিত দিন। আমরা একটি বছরকে পিছনে ফেলে নতুন ভাবে সেঁজে নতুন বছরকে বরণ করবো।

add-content

আরও খবর

পঠিত