নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : আট মাস পর লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো ফিরেছেন জাতীয় দলে অনুশীলনে। আগামী এক সপ্তাহে আর্জেন্টিনা, পর্তুগাল দুটি করে ফিফা প্রীতি ম্যাচ খেলবে। আর্জেন্টিনা খেলবে ভেনেজুয়েলা ও মরক্কোর বিপক্ষে। পর্তুগাল খেলবে ইউক্রেন ও সার্বিয়ার সঙ্গে।
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কোলোনি অবশ্য বলেছেন, মেসি দলে যোগ দিয়েছে এটাই বড় কথা। আমরা তাকে একটা ম্যাচে খেলাব না দুটিতেই তা এখনো ঠিক করিনি। ক্লাব ফুটবলে টানা খেলে সে বেশ ক্লান্ত। পরিস্থিতি বুঝেই তাকে ব্যবহার করব।
অন্যদিকে পর্তুগাল কোচ ফার্নার্ন্দো সান্তোস দলের সুপারস্টারকে নিয়ে মুখ না খুললেও পর্তুগালের নামী তারকা জোয়াও কান্সেলো বলেছেন, রোনালদো দলে থাকা মানেই শক্তির বিরাট তফাত হয়ে যাওয়া। আমরা কৃতজ্ঞ রোনালদো ফের জাতীয় দলের শক্তি বাড়াতে ফিরেছে।
গত বছর বিশ্বকাপে আর্জেন্টিনা ও পর্তুগাল নক-আউটের শুরুতেই ছিটকে যায়। তারপর আর মেসি-রোনালদো জাতীয় দলের হয়ে খেলেননি। মেসিকে নতুন কোচ স্কোলোনিও জোর করেননি জাতীয় দলে ফিরতে। চেয়েছিলেন ব্যর্থতার ধাক্কা সামলে ফিরুক।
আর রোনালদো রিয়াল থেকে জুভেন্টাসে যাওয়ার পর নিজেই জাতীয় দল থেকে বিশ্রাম চেয়েছিলেন। স্কোলোনির প্রশিক্ষণে আর্জেন্টিনা ৬ ম্যাচ খেলেছেন মেসিকে ছাড়া। চারটিতে জিতেছেন। একটি ড্র ও একটিতে হার।
এদিকে আর্জেন্টিনাসহ মেক্সিকো ও কলম্বিয়ার জাতীয় দলের জার্সিতে বেশ কিছুটা বদল এনেছে অ্যাডিডাস। মঙ্গলবারই তিনটি দেশের নতুন ডিজাইনের জার্সি প্রকাশ হয়েছে তারকাদের সামনে রেখে।
আর্জেন্টিনার জার্সি প্রকাশ করেছেন মেসি। আর্জেন্টিনার চিরপরিচিত নীল-সাদা জার্সির স্ট্রাইপ এবার বদলেছে। আকাশি রং অনেক হালকা হয়েছে। দুটো সরু স্ট্রাইপ রাখা হয়েছে কাঁধের কাছে। কালো প্যান্টের বদলে নীল প্যান্ট আনা হয়েছে। এই জার্সি পরে শুক্রবার ভেনেজুয়েলা ম্যাচ থেকেই খেলবেন মেসিরা।
ফিফা ফ্রেন্ডলি শুরু হচ্ছে ২০ মার্চ বুধবার থেকেই। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি আজ খেলবে সার্বিয়ার বিরুদ্ধে। পরের সপ্তাহে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।