নগরীতে সেনাবাহিনীর টহল ও তল্লাশি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বিভিন্নস্থানে টহল ও তল্লাশিতে নেমেছে সেনাবাহিনী। এ সময় নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি দেখা গেছে। শুক্রবার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে নগরীর চাষাঢ়াসহ বিভিন্নস্থানে সেনাবাহিনীকে তল্লাশি করতে দেখা যায়।

সেনাবাহিনীর মেজর মাহমুদ সাংবাদিকদের বলেন, আমরা ভোটারদের নিরাপত্তায় নিয়োজিত আছি। তল্লাশি চলাকালে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ও নির্বাচনকে কেন্দ্র করে তাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে।

এর আগে গত ২৪ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে মাঠে নামে সেনাবাহিনী।

add-content

আরও খবর

পঠিত