নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : অপরিচ্ছন্ন পরিবেশ ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশনে নগরীর চাষাঢ়া বালুর মাঠস্থ ভূতের বাড়ি রেস্টুরেন্টের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (৩০ জানুয়ারী) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ রেস্টুরেন্ট মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের বর্ননা দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফ বলেন, ভূতের বাড়ি রেস্টুরেন্টটির রান্নাঘর খুবই অস্বাস্থ্যকর। খাবার সংরক্ষণের প্রক্রিয়াও বেশ অপরিচ্ছন্ন। ফ্রিজে কাঁচা মাংসের সাথে রান্না করা মাংস রেখে দিয়েছে। নিচে খাবার ঢেকে রাখা হয়েছে ময়লা কাপড় দিয়ে।
একই কারণে টিচাগাংরোড এ অবস্থিত চৌরঙ্গী রেস্তোরাকে মোট ২৫ হাজার টাকা ও লাইসেন্সবিহীন ব্যবসায় কার্যক্রম পরিচালনা করায় শাপলা গেস্ট হাউস ১৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তরিকুল ইসলাম, কামরুল হাসান মারুফ ও ফারজানা আক্তারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সহযোগিতায় ছিলেন, স্যানেটারি ইন্সপেক্টর মো.শাহজাহান ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যগণ।