নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ধর্মের নামে মামুনুলরা দেশকে নস্যাৎ করে এমন মন্তব্য করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেছেন, বিভিন্ন সময় সম্প্রদায়, ধর্ম নিয়ে অনেক কিছু বলা হয়। ধর্ম ব্যবসায়ীরা দেশে অরাজকতা ও অশৃঙ্খলতা সৃষ্টি করে। অথচ আফগানিস্তান ও পাকিস্তানে কিন্তু কোন হিন্দু নেই তারপরও প্রতিনিদিনই কিন্তু বোমা হামলা হয়ে থাকে। তাহলে ওই গুলো কারা করছে? যারা নতুন করে ধর্ম শিক্ষা দিতে চায়। এরাই প্রেতাত্মা হয়ে ধর্মের নামে মামুনুল হকের মত দেশকে নস্যাৎ করে। ৪ঠা মে মঙ্গলবার বিকাল ৩টায় শহরের চাষাঢ়া টাউন হলে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত ঈদ উপহার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসকল কথা বলেন।
তিনি আরো বলেন, এই দেশ আমার, আপনার সকলের। যে দেশকে স্বাধীনতার মাধ্যমে ত্রিশ লাখ শহীদের বিনিময়ে অর্জন করেছি। তাই আমাদের সোচ্চার হতে হবে। যারা ধর্মের নামে ব্যবসা করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলতে হবে। এছাড়া গত বছর করোনা শুরু হওয়ার পর থেকে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সাধারণ মানুষকে সহায়তা থেকে শুরু করে বিভিন্ন কাজে আমরা সম্পৃক্ত আছি। গত বছর দশ লাখ লোককে আমরা সহযোগীতা করেছি। তার ধারাবাহিকতা আমরা এই বছরেও রেখেছি। সারাদেশে আমাদেরকে অনুসরণ করে অন্যান্য নেতৃবৃন্দরা সাধারণ মানুষের পাশে এগিয়ে এসেছে। আমাদের রাজনীতি মানুষের জন্যে । আমরা কোনো ক্যান্টনমেন্ট থেকে তৈরি হওয়া দল না। আমাদের কাজই হলো মানুষের সেবা করা । মানুষের সেবা করার জন্যে আমাদের নেতাকর্মীরা সব সময় প্রস্তুত। করোনাকালীন সময়ে আমরা লাশ দাফন থেকে শুরু করে কৃষকের ধান কেটে ঘরে পৌছিয়ে দিয়েছি। আমরা কিন্তু ঘরে বসে থাকিনি। আজকে জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে এই মহামারীতে কেউ না খেয়ে মরে নি। যতদিন পর্যন্ত উনি ক্ষমতায় থাকবে উন্নয়ন হতে থাকবে। আপনারা সবার কাছে অনুরোধ , জননেত্রী শেখ হাসিনার জন্যে দোয়া করবেন। যাতে করে উনি আমাদের ভবিষৎ প্রজন্মের জন্যে একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে পারেন।
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. জুয়েল হোসেনের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক নাফিউল করীম নাফা, আব্দুল্লাহ আল সায়েম, মেহেদী হাসান মোল্লা, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এড. ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানের সঞ্চালনায় এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সঞ্চয় রহমান,নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জয়, মাকসুদ হোসেন রকি, মো. গোলাম সারোয়ার মানব কল্যান ট্রাষ্টের চেয়ারম্যান ও মহানগর যুবলীগ নেতা এম. ডি মিশুয়েল সহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তরুণ লীগ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের পরিশেষে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী হিসেবে প্রতি প্যাকেটে ছিলো ২৫০ গ্রাম লাচ্ছা সেমাই ,২৫০ গ্রাম চিকন সেমাই, ১ কেজি পোলাউর চাল, ১ কেজি লবণ, ১লিটার দুধ, ১ কেজি চিনি, ১.৫ লিটার তেল, ১টি সাবান, ১ টি মাস্ক এবং ১ টি নামাজের বই।