দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মনিটরিং

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ন্ত্রণে রাখ‌তে নারায়ণগ‌ঞ্জের পাইকারী ও খুচরা বি‌ক্রেতাদের দোকানগুলো‌তে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে‌ছেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। বুধবার (১৩ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের নেতৃত্বে জেলার অন্যতম পণ্যবিক্রয় কেন্দ্র নিতাইগঞ্জ এবং বৃহত্তর পাইকারী ও খুচরা কাঁচাবাজার দিগু বাবুর বাজা‌রে পরিদর্শন ক‌রে‌ছেন জেলা প্রশাসন ও জেলা পু‌লিশের কর্মকর্তারা।

অ‌ভিযা‌নকালে নিতাইগঞ্জে অস্বাভাবিক মুনাফা রেখে খেসারির ডাল বিক্রি করায় কুমিল্লা ট্রেডিং নামে দোকানের মালিক বিকাশ দেবনাথকে কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া এরআগে দিগু বাবুর বাজারে কাঁচা বাজারসহ অন্যান্য দোকানগুলো পরিদর্শন করে এবং সতর্ক করে দেন।

এসময় জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মাহমুদুল হক জানান, খুচরা ও পাইকারি বিক্রেতাদের যেন পাকা রশিদ থাকে। পাশাপাশি পণ্যের মূল্য তালিকা যেন প্রতিষ্ঠানে রাখে সেটা নিশ্চিত করছি। কেউ যেন কোনো পণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বাড়াতে না পারে এ জন্য আমরা মনিটরিং করছি।

add-content

আরও খবর

পঠিত