নারায়ণগঞ্জ বার্তা ২৪ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসিতে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ৩০টি দলের প্রার্থী সারা দেশে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে নারায়ণগঞ্জের ৫ টি আসনে ১৩ টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীরা অংশ নিচ্ছে। নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, তৃণমূল বিএনপি, জাকের পার্টির পাশাপাশি নাম সর্বস্ব কিছু দলের প্রার্থীরাও নির্বাচনে অংশ নিচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, এসব দলের আসনভিত্তিক কার্যালয় তো দুরের কথা জেলা পর্যায়েও কোন রাজনৈতিক কার্যালয় নেই। রাজনৈতিক কর্মীরা বলছেন, বছরব্যাপী জেলায় কোন রাজনৈতিক কর্মসূচিতে এসব দলগুলোর উপস্থিতি দেখা না গেলেও নির্বাচনের সময় দেখা যায় তাদের। অনেক প্রার্থীর নাম এই প্রথম শুনেছেন এবং তাদের অধিকাংশ জামানাত হারাবেন বলে অভিমত স্থানীয় ভোটারদের।
যে ১৩ টি দলের প্রার্থীরা নারায়ণগঞ্জের ৫ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা হচ্ছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, জাকের পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বিকল্প ধারার বাংলাদেশ, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ), বাংলাদেশ কংগ্রেস, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।
নারায়ণগঞ্জের ৫ টি সংসদীয় আসনের চূড়ান্ত লড়াইয়ে ৬ জন স্বতন্ত্রসহ মোট ৩৪ জন প্রার্থী ৭ জানুয়ারির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যদিও প্রতীক বরাদ্ধের পর নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী এএইচএম মাসুদ দুলাল। কিন্তু নির্বাচনের দিন ব্যালট পেপারে তাঁর নাম ও প্রতীক থাকবে বলে জানা গেছে। সেই হিসেবে কার্যত নির্বাচনের মাঠে থাকবেন ৫ স্বতন্ত্রসহ মোট ৩৩ জন প্রার্থী। জেলার ৫ টি আসনের সবগুলোতে কোন দলই প্রতিদ্বন্দ্বিতা করছেন না। সর্বোচ্চ ৪ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপির ৪ জন করে প্রার্থী। ৩ টি আসনে প্রার্থী দিয়েছে জাকের পার্টি ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। বাকি জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বিকল্প ধারার বাংলাদেশ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ), বাংলাদেশ কংগ্রেস, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) দলের ১ জন করে প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।
আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বর্তমান সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে আব্দুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) বর্তমান সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে অংশ নিচ্ছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মো. সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আলমগীর সিকদার লোটন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) বর্তমান সংসদ সদস্য একেএম সেলিম ওসমান।
তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে তৈমুর আলম খন্দকার, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) মো. আবু হানিফ হৃদয়, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আলি হোসেন, নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) মো. আব্দুল হামিদ ভাসানী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ টি আসনে জাকের পার্টির প্রার্থীরা হলেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) মো. জোবায়ের আলম ভূঞা, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) শাহজাহান,
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) মো. মূরাদ হোসেন জামাল। তাঁরা গোলাপ ফুল প্রতীকে লড়বেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোমবাতি প্রতীকে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে একেএম শহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) মো. হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) এএসএম একরামুল হক।
বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)’র একতারা প্রতীকে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) মো. আসলাম হোসাইন, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) মো. সেলিম আহমেদ, নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) ছামসুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর মশাল প্রতীকে মো. ছৈয়দ হোসেন, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকে গোলাম মোর্শেদ রনি, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আম প্রতীকে শহিদ উন নবী, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) এ নোঙ্গর প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর এবিএস ওয়ালিউর রহমান খান, বিকল্প ধারা বাংলাদেশের নারায়ণ দাস কুলা প্রতীকে, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকে মো. আরিফ, বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) এর মো, মজিবুর রহমান মানিক ফুলের মালা প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ৪ জন স্বতন্ত্র প্রার্থী শাহাজাহান ভুইয়া (কেটলি), গাজী গোলাম মর্তুজা (ঈগল), মো. হাবিবুর রহমান (আলমিরা), মো. জয়নাল আবেদীন চৌধুরী (ট্রাক) প্রতীক এবং নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) স্বতন্ত্র প্রার্থী মো. শরিফুল ইসলাম (ঈগল) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলার ৫ টি আসনের মধ্যে ৩ টি আসনের ফলাফল ইতোমধ্যে নির্ধারণ হয়ে গেছে বলে মত জেলার রাজনৈতিক বিশ্লেষকরা। নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের আশা করছেন তারা। এখন দেখার পালা নির্বাচনে অংশ নেয়া নামসর্বস্ব রাজনৈতিক দলের প্রার্থীরা কতটা ভোট টানতে পারেন।