নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ দোকান ও কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি শুসান্ত সেন গুপ্তের পাশে দাড়ালেন প্রয়াত এমপি নাসিম ওসমান তনয় আজমেরী ওসমান। এছাড়াও তার পক্ষে বর্তমান কমিটির নেতৃবৃন্দ শীতবস্ত্র ও নগদ অনুদান দেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে গাজীপুরস্থ আব্দুল আলী সেবাশ্রমে (বৃদ্ধাশ্রম) গিয়ে তাকে উল্লেখিত সহযোগীতা করা হয়। এতে সার্বিকভাবে সহযোগীতা করেছেন নাসিম ওসমান স্মৃতি ও জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন।
এ প্রসঙ্গে নাসিম ওসমান স্মৃতি ও জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন বলেছেন, যেহেতু কিছুদিন যাবৎ খুব শৈতপ্রবাহ চলছে। অন্যদিকে এই সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব আজমেরী ওসমান। তিনি যখন জানলেন একটি বৃদ্ধাশ্রমে শুসান্ত সেন গুপ্ত বর্তমানে খুব কষ্টে আছেন। তাই তাকে শীতবস্ত্র ও নগদ অনুদান প্রদান করেছেন। এছাড়াও ভবিষ্যতেও যেকোন সহযোগীতায় পাশে থাকবেন বলে জানিয়েছেন।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, দোকান ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক তুলশি ঘোষ, সাংগঠনিক সম্পাদক একে পিন্টু, কার্যকরি সদস্য রাশেদুল করিম পিপলু। এছাড়াও ইউনিয়নের বর্তমান কমিটির পক্ষ থেকে আজমেরী ওসমান ও সাবেক সভাপতি শুসান্ত সেন গুপ্ত এর সুসাস্থ্য ও দীর্ঘায়ূ কামনায় দোয়া করা হয়েছে।
উল্লেখ্য, শুসান্ত সেন দীর্ঘদিন যাবৎ উপরোক্ত সেবাশ্রমে বসবাস করছেন। এর আগে স্ট্রোক জনিত কারণে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তিনি অসহায়ত্ব জীবন যাপন করছেন।