নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সামাজিক সংগঠন দেওভোগ যুব সমাজ এর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। শুক্রবার (১২ এপ্রিল) বাদ আসর নগরীর দেওভোগ এলাকার শেখ রাসেল পার্কে কেক কেটে সংগঠনটির আনুষ্ঠানিক প্রচারনা শুরু হয়। সংগঠনটির কার্যকরী কমিটি ও মেম্বারদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
দেওভোগ যুব সমাজ কমিটির সাধারন সম্পাদক এ্যাড. শফিকুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সংগঠনটির উপদেষ্টা এ্যাড. শাহ আলমগির কবির, সভাপতি মীর সজীব মাহমুদ, সহ সভাপতি মো. বুলবুল আহমেদ, সহ সভাপতি ওসমান গনি আরমান, সাংগঠনিক সম্পাদক যুবায়ের ইসলাম পমেল, যুগ্ন সাধারন সম্পাদক মো. রোমান কোষাদক্ষ্য বি এম নাসিম, দপ্তর সম্পাদক ফয়সাল, প্রচার সম্পাদক মো. সাদ্দাম, যুগ্ন সাংগঠনিক সম্পাদক সম্্রাট হোসেন আকাশ, যুগ্ন সাংগঠনিক সম্পাদক সম্্রাট ভ’ঁইয়া, নারায়নগঞ্জ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন এর ক্রিয়া সম্পাদক হাসানউল রাজীব, নারায়নগঞ্জ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাপদক তানভীর রনি, আরাফাত, সজীব প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা সামাজিক ও কল্যানমূলক দেওভোগ যুব সমাজ এ সংগঠনটিকে কিভাবে এগিয়ে নেয়া যায় সেই সম্পর্কে আলোকপাত করেন। বক্তারা বলেন, এ সংগঠনটির মূল উদ্দেশ্যই হলো সামাজিক ও কল্যানমূলক কার্যক্রম পরিচালনা করা, বৃহত্তর দেওভোগ এলাকার পুরোনো ঐতিহ্যকে সবার সামনে তুলে ধরা, সকলে একতাবদ্ধ হয়ে সামাজিক কর্মসুচি গুলো চালিয়ে যাওয়া, এলাকার গরীব ও দু:স্থদের সাহায্য ও সহযোগীতা করা।