দেওভোগে যুবককে কুপিয়ে হত্যা, আহত-৮

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : চোখে আলো পড়ায় এক মোটরসাইকেল আরোহীকে কুপিয়ে হত্যা করেছে মুখোশধারী সন্ত্রাসীরা। এ ঘটনায় আহত হয়েছেন আরো আট জন। শনিবার (২৭ জুলাই) রাত পৌণে ১১টায় পশ্চিম দেওভোগ মাদ্রাসা হাসেম বাগ এলাকায় এ ঘটনা ঘটেছে।  নিহত শাকিল ওই উপজেলার ফতুল্লার দেওভোগ পূর্বনগরের আমান উল্লাহর ছেলে। আহতরা হলেন, শাওন, সজিব, শুভাষ। বাকিদের পরিচয় জানা যায়নি।

আহতদের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, ঘটনার সূত্রপাত পানি ব্যবসায়ী সজিবের সাথে। সজিব মোটরসাইকেল নিয়ে হাসেম বাগ এলাকা অতিক্রমকালে মোটর সাইকেলের হেডলাইটের আলো মাদক ডিলার তুহিনের চোখে  পড়লে সে ক্ষিপ্ত হয়ে উঠে। সে হেডলাইটটি ভেঙ্গে ফেলে। এ নিয়ে সজীবের সাথে কথাকাটি শুরু হলে তুহিন তার দলবল নিয়ে এলাপাতাড়ি কোপাতে শুরু করে। সজিব গুরুতর আহত হয়। সজিবকে বাঁচাতে এসে সন্ত্রাসীদের কোপে পথচারীসহ অনেকে  আহতের সংখ্যা দাঁড়ায় ৮ জন।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, হতাহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

add-content

আরও খবর

পঠিত