নারায়ণগঞ্জ বার্তা ২৪ : দেওভোগ শেখ রাসেল পার্কে দোকান বসানোকে কেন্দ্র করে আবারো দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (৭ মে) তারাবির নামাজের পর দোকান বসানোর জিজ্ঞাসাকে কেন্দ্র করে স্থানীয় কিছু যুবকের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয় নাসির মিয়ার সাথে। এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ বাধে, এতে ৮ থেকে ১০ জন আহত হয়। এ নিয়ে থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, পবিত্র মাহে রমজানের প্রথম দিনে শেখ রাসেল পার্কের সামনে একটি জিলাপির দোকান বসানো হয়। এ নিয়ে তারাবির নামাজের পর শুরু হয় স্থানীয়দের সাথে তর্কবিতর্ক। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আচল নামে ১০ বছরে একটি শিশুর মাথা ফেটে রক্তক্ষরণ হয়। এ ছাড়াও লালসহ দুই পক্ষের প্রায় ১০/১৫জন আহত হয়। আচলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং লালসহ বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
এব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, রাতে দেওভোগ এলাকায় ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। এছাড়া এই ঘটনায় থানায় ডায়েরী করা হয়েছে।
এছাড়াও জানাগেছে, এর আগেও শেখ রাসেল পার্কে দোকান বসানোকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছিল।