দূর্গোৎসবে শান্তি-শৃঙ্খলা বিঘ্নের সুযোগ দেয়া হবেনা : ওসি আবুল কালাম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গোৎসব যথাযোগ্য মর্যাদায় পালণ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১১টায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু ব্যাপারীর সভাপতিত্বে বিআরডিবি মিলনায়তনে আয়োজিত সভায় অংশ নেন বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম,নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের,বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ ক ম নূরুল আমিন, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বন্দর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আশরাফুল আলম খান. বন্দর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা দীন মোহাম্মদ,বন্দর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাষ্টার হাসিব আকন্দ,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার,২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মদ ভূইয়া,মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন,বন্দর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর চন্দ্র দাস,সাধারণ সম্পাদক শ্যামল কুমার দাস,যুগ্ম সম্পাদক সঞ্জিত দাস প্রমুখ।

সভায় বন্দর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম বলেন,পূজা অর্চনার জন্য যেমন ফুলের প্রয়োজন হয়, ঠিক তেমনি সদর-বন্দর সাজানোর জন্য নারায়ণগঞ্জ-৫ আসনের দানবীর সাংসদ সেলিম ওসমানেরও প্রয়োজন হয়। সাংসদ সেলিম ওসমানের প্রত্যাশা বন্দরের ২৫টি পূজা মন্ডপে যেন শান্তিপূর্ণ পরিবেশে দূর্গোৎসব পালিত হয়। আমরা তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালণ করার চেষ্টা করবো। দূর্গোৎসবে শান্তি-শৃঙ্খলা বিঘ্নের কোন সুযোগ দেয়া হবেনা। ইনশাল্লাহ প্রতিটি মন্ডপে পুলিশ সদস্য বিভিন্ন বাহিনীর সমন্বয়ে বিশেষ টীম রাখা হয়েছে। এক্ষেত্রে কাউন্সিলরদের সহযোগিতাও কামনা করছি। তাদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন ২৫টি মন্ডপে ২৫টি সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন।

add-content

আরও খবর

পঠিত