নারায়ণগঞ্জ বার্তা ২৪ : খেটে খাওয়া দিনমজুর ও দু:স্থদের মাঝে আর্থিক সহায়তা দিলেন বিকেএমইএ-এর পরিচালক ও সৃষ্টি ফ্যাশনের সত্ত্বাধিকারী মো. কবির হোসেন। শুক্রবার (১৫ মে) দুপুরে দেওভোগ পানির টাংকি এলাকায় এ সহযোগীতা প্রদান করা হয়। বিতরণের একপর্যায়ে হাজারো লোকের সমাগম হয়ে উঠে।
সহায়তা পাওয়া কয়েকজন জানায়, প্রতিবছরেই এমন সহযোগীতার হাত বাড়িয়ে থাকে মো. কবির হোসেন। তবে এবার করোনা পরিস্থিতির কারণে মানুষের উপস্থিতি বেড়ে গেছে। তাই লম্বা লাইন করে দুরত্ব বজায় রাখতে বলেছে। এক এক করে সকলকেই তিনি নগদ টাকা তুলে দিচ্ছেন।
প্রসঙ্গত, এরআগেও বিভিন্নসময় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি। তাছাড়া অসহায়দের বিয়ের ব্যবস্থা, অসুস্থ ব্যক্তির পাশে সহায়তা করেও ব্যপক সুনাম অর্জন করেছেন কবির হোসেন। সর্বশেষ করোনার সংকট প্রতিরোধে নিজ বন্ধু স্থানীয় কাউন্সিলর নাজমুল আলম সজলের কাধেঁ কাধঁ মিলিয়ে কাজ করে যাচ্ছেন এই মানবিক ব্যবসায়ী।