দুর্ঘটনা এড়াতে গাড়িতে লাগানো হচ্ছে ত্রিমাত্রিক রিফ্লেক্টিং স্টিকার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( হাবিবুর রহমান ) : মহাসড়কে অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়াতে কাঁচপুর হাইওয়ে পুলিশের উদ্যোগে গাড়ির পেছনে ত্রিমাত্রিক রিফ্লেক্টিং স্টিকার লাগানো হচ্ছে। ২৫ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা এলাকায় হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের এসপি আলী হায়দার খান এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এসময় কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাইয়ুম আলী সরদার, হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক মাহবুব সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গাজীপুর রিজিয়নের এসপি আলী হায়দার খান বলেন, যেসব যানবাহন সাধারনত রাতের বেলা মহাসড়কে চলাচল করে সেগুলোর পিছনে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বিনামূল্যে ত্রিমাত্রিক রিফ্লেক্টিং স্টিকার লাগানো হচ্ছে। এতে করে অনাকাঙ্খিত দুর্ঘটনা কমে আসবে।

add-content

আরও খবর

পঠিত