নারায়ণগঞ্জ বার্তা ২৪ : অবশেষে দীর্ঘ ১৪ মাস পর সকল জল্পনা-কল্পনা অবসান ঘটিয়ে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটিতে থাকা সকল নেতা-কর্মীদের অপেক্ষামান প্রত্যাশা পূর্ণ হল। এর আগে শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার ১৪ মাস পর নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে।
২৮ জুলাই রবিবার ১৬১ সদস্য বিশিষ্ট এ কমিটি আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এই কমিটির অনুমোদন দেন।
এ ছাড়াও পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ১৫ জন, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ১১ জন, সাংগঠনিক সম্পাদক হয়েছেন ১১ জন। এছাড়া বিষয় ভিত্তিক সব সম্পাদক এবং সহ সম্পাদক ও উপ-সম্পাদকের নামও ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৯ এপ্রিল মহানগর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে হাবিবুর রহমান রিয়াদকে সভাপতি ও হাসনাত রহমান বিন্দুকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটির নিচে পূর্ণাঙ্গ তালিকা :