দিগুবাবুর বাজারে ১১০ পিস ইয়াবাসহ গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন দিগুবাবুর বাজার এলাকায় মো.আরাফাত (২৬) কে ১১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাব-১১। গত ২৫ সেপ্টেম্বর  বুধবার রাত ৭ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। আরাফাত দেওভোগের নাগবাড়ী এলাকার বাসিন্দা হারুন অর রশিদ এর ছেলে।

২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার র‌্যাব-১১ এর সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান এক সংবাদ বিবৃতে জানান, গোপন সংবাদের তথ্যের ভিত্তিতে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে মো.আরাফাত কে ১১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাসহ আশপাশ এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করিয়া আসিতেছিল বলিয়া জানা যায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত