নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শহরের দিগুবাবুর বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় চারটি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ ও বিক্রয়ের দায়ে ৫০ হাজার টাকা করে মোট ২ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুলাই) বিকালে নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিদর্শক মো. সাইদ আনোয়ারের উদ্যোগে ও জেলা প্রসাশন কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী হাকিম মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
প্রতিষ্ঠানগুলো হলো বিসমিল্লাহ এন্টার প্রাইজ হতে ৬৪৫ কেজি (২৪ বস্তা), ওয়ান টাইম হতে ৭০৪ (২৮ বস্তা), টমেন্ট সেন্টার থেকে ৩শ কেজি (২২ বস্তা) ও সালেক সেন্টার থেকে ১০৯৫ কেজি (৫৩ বস্তা) নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করা হয়।
এসময় র্যাব-১১ এর এএসপি মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহায়তা প্রদান করনে। অবৈধ পলিথিন উৎপাদন ও ব্যবহার বন্ধে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানান।