নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভবিষ্যতে দালাল চক্রের ঠাই হবে না বলে মন্তব্য করেছেন নব নিযুক্ত উপ-পরিচালক শামীম আহমদ। সকালে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা জানান।
জানা গেছে, পাসপোর্ট অফিসের অনিয়ম নিয়ে স্যাটেলাইট চ্যানেল আনন্দ টিভিতে সংবাদ প্রচারের পর মেজাজ হারিয়ে ফেলা উপ পরিচালক জামাল হোসেনকে ঢাকা হেড কোর্য়াটারে বদলী করা হয়েছে। বর্তমানে তার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন শামীম আহমদ। এর আগে তিনি মুন্সিগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেছেন।
এদিকে পুর্বের অনিয়ম, দালাল চক্র ও ভোগান্তি নিয়ে ভবিষ্যতের পদক্ষেপ নিয়ে প্রতিবেদক জানতে চাইলে নব নিযুক্ত উপ-পরিচালক শামীম আহমদ জানান, আমি যোগদানের পর অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছি। এখানে দালাল মুক্ত রাখার জন্য কাজ শুরু করেছি। হয়তো একটু সময় দিতে হবে। তবে গ্রাহকদের যেকোন সমস্যা সমাধানে আমার অফিসের দরজা উন্মুক্ত রয়েছে। ভবিষ্যতে পাসপোর্ট অফিসে দালাল চক্রের কোনো ঠাই হবে না। আমি সেভাবে কাজ করার চেষ্টা করবো।
শামীম আহমদ আরো বলেন, গ্রাহকরা যেন কোনোভাবেই অহেতুক, অযথা দালাল শ্রেণির কারো কাছে না যায়। পাসপোর্টের যেকোন কার্য্যক্রমে সরাসরি নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন। আমরা চাচ্ছি গ্রাহকরা যেন নির্বিঘ্নে পাসপোর্ট অফিস এসে সেবা নিতে পারে। এই অফিস পাসপোর্ট সেবা গ্রহীতাদের নিরাপদ একটা আস্থার আশ্রয়স্থল হবে বলে আমি মনে করি। তবে এজন্য গ্রাহক, রাজনীতিবিদ, সাংবাদিক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলের সহযোগীতা কামনা করছি।
উল্লেখ্য, জুলাই-আগষ্ট বিপ্লবে অগ্নিকান্ডে পাসপোর্ট অফিস পুড়ে ধ্বংসস্তুপে পরিণত হওয়ায় কার্য্যালয়টি বন্ধ ছিল। পরবর্তিতে চলতি মাসেই দীর্ঘ ৯ মাস পর আনুষ্ঠানিক উদ্বোধন করে নতুন রূপে কার্য্যক্রম শুরু হয়। তবে শুরুতেই গ্রাহক ভোগান্তি, অনিয়ম ও বিশৃঙ্খলা নজর পড়লে গণমাধ্যমকর্মীরা কথা বলতে চায় ওইসময় দায়িত্বপ্রাপ্ত উপ পরিচালক জামাল হোসেনের সাথে। কারণ তার বিরুদ্ধে গ্রাহকের আবেদন ছিড়ে ফেলা সহ অসদাচরণের অভিযোগ উঠেছিল। সেসময় তিনি নিজ বক্তব্য পরিস্কার না করে উল্টো অনিয়মের বিরুদ্ধেই সাফাই গায়। কিন্তু ক্যামেরার সামনে বক্তব্য প্রদানে অস্বীকৃতি জানায়। যা পরবর্তিতে গ্রাহকদের অনিয়ম ও ভোগান্তি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন তুলে ধরা হয়। এর ৩ দিন পরেই বদলী হয়ে অনত্রে চলে যায় জামাল হোসেন।