নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ইসলামী আন্দোলন বাংলাদেশ নারয়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ ৫ নভেম্বর মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, আজ প্রমাণিত সত্য আওয়ামীলীগ ও বিএনপি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ। একদিকে দুর্নীতি দু:শাসনে দেশ আক্রান্ত, অন্যদিকে শিক্ষক সমাজ লাঞ্চিত, অপমানিত। মানুষ গড়ার কারিগর আজ অমানুষদের দ্বারা অপমানিত, এ অপমান পুরো জাতির জন্য অপমান। আমরা এ অমানুষগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, বাবুরাইলে ভবন ধসে শোয়েব ও ওয়াজিদের মত ২টি নিষ্পাপ কলির মৃত্যুতে আমরা শোকাহত এবং তাদের পরিবারের জন্য দোয়া করি যেন মহান আল্লাহ তাঁদেরকে ধৈর্য ধরার তওফীক দান করেন। পরিশেষে নেতৃবৃন্দ বলেন, যতদিন মানব রচিত মন্ত্র তন্ত্রে দেশ চলবে ততদিন অশান্তি থাকবেই, এ থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে ইসলামের পূর্ণাঙ্গ দাওয়াত দিতে হবে ।