নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সাংগঠনিক দক্ষতা বিবেচনায় অবশেষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে সদস্য পদে মাসুকুল ইসলাম রাজীবকে অন্তর্ভুক্ত করা হয়েছে । ২৪ জানুয়ারি রবিবার রাজীবকে কমিটিতে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত একটি চিঠি নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির হাতে এসে পাঠানো হয়।
এর আগে চিঠিটি নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক এ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বরাবর গত ২২ জানুয়ারি পাঠানো হয়েছিল । সেই চিঠির অনুলিপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদকে। মাসুকুল ইসলাম রাজীবকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে অন্তভুক্ত করার সত্যতা নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ।
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আমাকে কেন্দ্র থেকে রাজিব কে অন্তর্ভুক্ত করার বিষয়টি জানানো হয়েছে। রাজিবের সাংগঠনিক দক্ষতা রয়েছে। তাকে অন্তর্ভুক্ত করায় সাংগঠনিক ভাবে দল আরো শক্তিশালী হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
প্রসঙ্গত, এর আগে গত ১ জানুয়ারি অ্যাড. তৈমুর আলম খন্দকার কে আহবায়ক ও অধ্যাপক মামুন মাহামুদ কে সদস্য সচিব করে জেলা বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। ঘোষিত সেই কমিটিতে একই সংগঠনের সাবেক সংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজিবকে রাখা হয়নি। ফলে তার মত একজন লড়াকু সৈনিককে কমিটিতে তার অন্তর্ভুক্ত না করায় বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। এ নিয়ে তৃনমুলের নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতাদের জানালে তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবগত করেণ। যার ফলশ্রুতিতে অবশেষে তারেক রহমানের নির্দেশে মাসুকুল ইসলাম রাজিবকে জেলা আহবায়ক কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। রাজিব অন্তর্ভুক্ত হওয়ায় ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি এখন ৪২ সদস্য বিশিষ্ট কমিটিতে রুপান্তিত হলো।