নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল সয়াবিন ও সরিষার তেল উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। অভিযানে কারখানাটি হতে তৈলবাহী পিকাপ ভ্যান ও প্রচুর পরিমান খালি বোতলও জব্দ করা হয়। মঙ্গলবার রাতে থানার জাঙ্গাল আইলপাড়া হতে বন্দর থানার উপ-পরিদর্শক আনোয়ার হুসাইনের বিচক্ষণতায় দীর্ঘ ৬ ঘন্টা অনুসন্ধানী অভিযানের পর ঐ কারখানাটির সন্ধান পাওয়া যায়।
এসময় কারখানাটির সাথে জড়িত থাকার সন্দেহে জহিরুল ইসলাম নামে এক যুবককে আটক করা হয়। পরে বন্দর উপজেলা নির্বাহী অফিসার তথা প্রথম শ্রেনীর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট পিন্টু ব্যাপারী নেতৃত্বে ওই কারখানায় ভ্রাম্যমান আদালত বসিয়ে অবৈধ তেলের কারখানার মালিককে নগদ ১লাখ টাকা অর্থদন্ডসহ কারখানাটি সীলগালা করে দেন।
এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক আনোয়ার হুসাইন জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর জাঙ্গালস্থ আইলপাড়া এলাকায় ভেজার দ্রব্য উদঘাটন শীর্ষক একটি অনুসন্ধানমূলক অভিযান চালানো হয়। প্রায় ৬ ঘন্টার নিরলস অভিযানে ওই কারখানায় পৌছানো সম্ভব হয়। এসময় কারখানা থেকে ঊ. তির ও ইতি নামে বিএসটি আই অনুমোদনহীন বিপুল পরিমান সয়াবিন ও সরিষার তেল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কারখানার বেশ কয়েজনক পালিয়ে গেলেও গকুলদাশের বাগ এলাকার জালাল মিয়ার ছেলে জহিরুলকে আটক করা সম্ভব হয়।
তিনি আরো জানান, আটককৃত জহিরকে নকল তেল তৈরির সংশ্লিষ্টতার দায়ে ১ লক্ষ টাকার অর্থ দন্ড ও কারাখানাটি সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও উদ্ধারকৃত বোতল পুড়িয়ে ও তেল ধ্বংস করা হয়েছে।