নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাবের (সাবেক ইউরোপিয়ান ক্লাব) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি তানভীর আহমেদ টিটু। গত ২৫ নভেম্বর বুধবার নারায়ণগঞ্জ ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে কোনো প্রতিদ্বন্দ্বী প্যানেল কিংবা প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় টিটুর নেতৃত্বাধীন প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
এদিকে, তানভীর আহমেদ টিটু সভাপতি ও তার নেতৃত্বাধীন প্যানেলের সকল পরিচালক এবং প্রথম বারের মতো এস এম রানা পরিচালক পদে নির্বাচিত হওয়ায় তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে শীতলক্ষ্যা ক্রিকেট ক্লাব, শীতলক্ষ্যা ক্রিকেট একাডেমী ও চ্যালেঞ্জার বয়েজ ক্লাবের সকল কর্মকর্তা, কোচ, ম্যানেজার ও খেলোয়ারবৃন্দ। এ বিষয়ে ক্লাব কর্মকর্তাদের পক্ষে ক্লাবের প্রধান কোচ মাকসুদুল আলম স্বাক্ষরিত একটি শুভেচ্ছা বার্তা গণমাধ্যমে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত তানভীর আহমেদ টিটু নারায়ণগঞ্জ–৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের শ্যালক। তিনি নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং এস এম রানা নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ কমিটির সদস্য ও শীতলক্ষ্যা ক্রিকেট ক্লাবের সাংগঠনিক সম্পাদক।