নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করায় চার জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।৭ অক্টোবর সোমবার বিকালে ফতুল্লা থানাধীন পশ্চিম তল্লা এলাকায় এ অভিযান চালানো হয়। আটককৃতরা হল, বেকারির মালিক মফিজ মিয়ার ছেলে জিল্লুর রহমান (২০), তার বড় ভাই আলমগীর (৩২), কর্মচারী মো. ওমর এবং সোহরাব।জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এর অভিযানকালে এসময় কেক, রুটি, বিস্কুটে মাছি ও তেলাপোকা দেখা যায়। এছাড়াও বেকারির ভিতরে পঁচা গন্ধ ও আগের বাসি ধরনের খাদ্য পাওয়া যায়। খোলা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করে এসকল পঁচা গন্ধ ও বাসি ধরনের খাদ্য বাজারে বিক্রি করে থাকে তারা। এই সকল খাদ্য খেয়ে মানুষের দেহ এই গুলো নানা রকমের রোগ সৃষ্টি করে থাকে। এ বিষয়ে ডিবির উপ-পরিদর্শক (এসআই) সায়েম বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে জিল্লুর বেকারি নামে এই বেকারিতে খাদ্য পণ্য তৈরি করা হচ্ছিল৷ এমন সংবাদে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাই৷ এ সময় জিল্লুর, আলমগীর, ওমর ফারুক, সোহরাব নামে চারজনকে আটক করা হয়৷ আটক জিল্লুর নামে এই বেকারি পরিচিত হলেও বেকারিটি পরিচালনা করতেন জিল্লুর ভাই নাঈম ৷ তবে সে পলাতক রয়েছেন ৷
তিনি আরও বলেন, উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷ প্রয়োজনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাৎক্ষনিক সাজা দেওয়া হবে।