ড. কামাল হোসেনের দুঃখ প্রকাশ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকরা ড. কামাল হোসেনের কাছে জামায়াতে ইসলামী সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিকদের ওপর চটে যান। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তাকে দেখে নেয়ার হুমকি দেন।

এ ঘটনায় এক বিবৃতিতে দু:খ প্রকাশ করেছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

বিবৃতিতে ড. কামাল হোসেন বলেন, তিনি প্রতিবছরের মতো বুদ্ধিজীবী দিবসে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে মিরপুরের স্মৃতিসৌধে গিয়েছিলেন। শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে তাঁর অনেক ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন। ১৯৭২-৭৩ সালে বঙ্গবন্ধুর নির্দেশনায় স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের জন্য প্রণীত আইনগুলোর সঙ্গে জড়িত থাকতে পারা তাঁর কাছে সব সময়ই বিশেষ আবেগ ও অনুভূতির বিষয়।

তিনি বলেন, কত মেধাবী সন্তান হারিয়ে তবে স্বাধীনতা পেয়েছি। সে সময় হঠাৎ করেই তার কাছে জাতীয় ঐক্যফ্রন্টে জামায়াতের অবস্থান নিয়ে জানতে চাওয়া হয়।

ড. কামাল বলেন, তিনি তাৎক্ষণিকভাবে সবিনয়ে বলেন, বুদ্ধিজীবী দিবস গভীর অনুভূতির বিষয়। তিনি এই দিনে এখানে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। সাংবাদিক আবারও একই প্রশ্ন করলে তিনি একই মনোভাব প্রকাশ করেন।

ড. কামাল বুদ্ধিজীবী স্মৃতিসৌধে উদ্ভূত পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে বলেন, ওই মনোভাব প্রকাশ করার পর তৃতীয়বার ভিড়ের মধ্যে থেকে অনবরত দুই থেকে তিনবার (জামায়াত জামায়াত) শব্দ শুনতে পাই। তখন আমার খুবই খারাপ লেগেছিল এবং আমি প্রশ্নকর্তাকে থামানোর চেষ্টা করেছিলাম। আমার বক্তব্য কোনোভাবে কাউকে আহত বা বিব্রত করে থাকলে আমি আন্তরিকভাবে দু:খিত।

আমি সারা জীবন সংবাদক্ষেত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে শামিল থেকেছি বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

add-content

আরও খবর

পঠিত