নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ড কাউন্সিল আব্দুল করিম বাবু বলেছেন, ডেঙ্গু বর্তমানে মহামারী আকার ধারন করেছে। তবে আমরা যদি নিজ অবস্থান থেকে সচেতন হতে পারি তাহলে এডিস মশা আমাদের মধ্যে ডেঙ্গু ভাইরাস ছড়িয়ে কোন ক্ষতি করতে পারবে না। ডেঙ্গু রোগ প্রতিরোধে আমাদের সচেতনেতার বিকল্প নাই। তাই সচেতন হতে হবে, বাড়ির আশেপাশের জায়গা পরিস্কার রাখতে হবে।
রবিবার (২৫ আগস্ট) সাড়ে ১১টায় ডেঙ্গু জ্বর শীর্ষক সচেতনতা ক্যাম্পেইন, বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পাইকপাড়া মিউচুয়াল ক্লাবে ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে এবং আনসার ভিডিপির সহযোগীতায় এ আয়োজন করা হয়।
আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মকসুদ রসুলের সভাপতিত্বে ও ১৭নং ওয়ার্ড আনসার সদস্য নাহিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুস সালাম। ওয়ার্ডের সচিব মো. রিয়াদ, আনসার কর্মকর্তা রোকসানা বেগম, ফাতেমা বেগম, রিংকু, মামুনসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে বিশিষ্ট ব্যক্তিবর্গদের সম্মাননা প্রদান করা হয় এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।