ডেঙ্গু থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন হতে হবে : মেয়র আইভী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ-২০১৯ উপলক্ষে রচনা প্রতিযোগিতার ৯জন বিজয়ী শিক্ষার্থীকে সনদ ও ক্রেস্ট বিতরণ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মশক নিধন ও পরিচ্ছন্নতায় সবাইকে সচেতন হতে হবে। পরিবারের সবাইকে বুঝতে হবে। তবেই এ ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব। তখন শিক্ষার্থীরাও মেয়র আইভী কথা অনুযায়ী কাজ করার সম্মতি প্রকাশ করেন।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনের সম্মেলন কক্ষে ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের উদ্যোগে (নগর পরিচ্ছন্নতায় ছাত্র সমাজের ভূমিকা) বিষয়ক ওই রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সিটি করপোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস সহ নগর পরিচ্ছন্ন কর্মকর্তা স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা।

২৫ থেকে ৩১ জুলাই পর্যন্ত মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সহযোগিতায় ১৩ নং ওয়ার্ডের বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়, আইডিয়াল স্কুল ও আদর্শ স্কুলের ১২০ জন শিক্ষার্থীর মধ্যে ‘নগর পরিচ্ছন্নতায় ছাত্র সমাজের ভূমিকা’ বিষয়ক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে স্কুল শিক্ষকরা ওই ১২০ জনের মধ্যে প্রতিটি স্কুল থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচিত করেন। এছাড়াও ২৫ জুলাই সচেতনতা র‌্যালী সফল করার প্রতিটি স্কুলের স্কাউট শিক্ষর্থী ও শিক্ষক সহ স্কুলকে ক্রেস্ট প্রদান করেন মেয়র আইভী।

এসময় মেয়র আইভী শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে তাদের সমস্যা, চাহিদা ও প্রত্যাশা সম্পর্কে খোঁজখবর নেন। এর প্রেক্ষিতে সমস্যা সমাধান সহ বিভিন্ন চাহিদা পূরণে আশ্বাস দেন।

add-content

আরও খবর

পঠিত