ডিআইটিতে জাসদের মানববন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদ দাতা ) : উন্নয়নের স্থিতিশীল এবং এগিয়ে নিতে হলে (সুশাসনের জন্য রাজনৈতিক চুক্তি চাই)-এর দাবিতে মানববন্ধন করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নারায়ণগঞ্জ জেলা। মঙ্গলবার ( ৩১ জুলাই) বিকালে নগরীর ডিআইটি এলাকায় তারা এ মানববন্ধন করে।

মানববন্ধনে জেলা জাসদের সেক্রেটারি মুক্তিযোদ্ধা মোহর আলী বলেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে যে লক্ষ্য নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, আজো পর্যন্ত সেই লক্ষ্য আমরা অর্জন করতে পারিনি। সেই লক্ষ্য অর্জন করার জন্য দেশে সুশাসন প্রতিষ্ঠাসহ জনগণের অর্থনীতি মুক্তি অর্জন করতে হবে। তা নাহলে জনগণের কাছে স্বাধীনতার সুফল অর্থবহ হবে না।

তিনি বলেন, যত উন্নয়নই হোক আর যত কিছুই আমরা বলিনা কেন বিভিন্ন দেশে দেখা যায়, অনেক উন্নত জাতি কিন্তু সুশাসন না থাকার কারণে তাদের উন্নতি ধরে রাখতে পারে নাই। শেষ পর্যন্ত তাদের পরিনতি অত্যান্ত ভয়াবহ হয়েছে। বিপর্যয় হয়েছে। আমরা সেই রকম একটি অবস্থায় যেতে চাই না। আমরা জননেত্রী শেখ হাসিনার কাছে আহ্বান জানাবো, আসুন জাসদের এই প্রস্তাব (সুশাসনের জন্য রাজনৈতিক চুক্তি) এবং এটি বাস্তবায়ন করে দেশে সুশাসন প্রতিষ্ঠা করি।

জাসদ নেতা এসএম সাইফউল্লাহ্র সঞ্চালনায় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, জেলা জাসদের সহ সভাপতি একেএম ইব্রাহিম, সৈয়দ হোসেন, ফতুল্লা থানা শাখার সাধারন সম্পাদক মহোসিন আহমেদ, প্রচার সম্পাদক বাচ্চু মিয়া, জেলা শ্রমিক জোটের নেতা আব্দুল গণি প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত