ট্রলার- বাল্ক হেড শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের স্মারক লিপি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নৌপথে নৌ শ্রমিকদের নির্যাতন বন্ধে ট্রলার শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ (রেজি নং-৪০৪৩) স্মারক লিপি দিয়েছে। সোমবার (২৮ জানুয়ারি) বিকেলে পাগলা  নৌ পুলিশ  ফাঁড়ি অফিসার ইনচার্জের মাধ্যমে ডিআইজিকে স্মারক লিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় নৌযান শ্রমিকদের বিভিন্ন স্থানে হয়রানীর বিষয়েও অফিসার ইনচার্জের  সাথে মতবিনিময় করেন নেতৃবৃন্দ।

নৌযান শ্রমিকরা নৌপথে বিভিন্ন স্থানে চাঁদাবাজীসহ নানা রকম নির্যাতনের শিকার হন। শ্রমিক নির্যাতন বন্ধে বাংলাদেশ ট্রলার(বাল্ক হেড) শ্রমিক ইউনিয়ন অনেক আগে থেকেই কাজ করে যাচ্ছে। নেতৃবৃন্দের প্রচেষ্টায় বিভিন্ন সমস্যার সমাধানও হয়েছে। সম্প্রতি মুন্সিগঞ্জ, চাঁদপুর, সিলেটসহ দেশের প্রায় অর্ধশত স্থানে নৌযান শ্রমিকরা অবৈধভাবে টোল আদায়,শারিরীক নির্যাতনের শিকার হচ্ছে। নৌপথে শ্রমিকদের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলার জন্য বাংলাদেশ নৌ পুলিশ ফাঁড়ি পাগলা শাখার অফিসার ইনচার্জের মাধ্যমে সোমবার বিকেলে পুলিশের দায়িত্বরত ডিআইজিকে একটি স্মারক লিপি প্রদান করেছেন নেতৃবৃন্দ।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাষ্টার বলেন, নৌ শ্রমিকরা ঝড় বৃষ্টি মাথায় নিয়ে দেশের জন্য কাজ করে। সেই শ্রমিকরা নদী পথে নির্যাতনের শিকার হয় যা দু:খ জনক।  শ্রমিক নেতা কাউছার আহম্মেদ পলাশের নেতৃত্বে শ্রমিক নেতৃবৃন্দ নৌযান শ্রমিকদের পক্ষে কাজ করে যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্রলার বাল্ক হেড শ্রমিক ইউনিয়ন এর সভাপতি এসএম হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মো.আনিসুর রহমান মাষ্টার, সহ- সভাতি পিয়ান আহম্মেদ সোহেল, সাংহঠনিক সম্পাদক মো. সাঈদুর রহমান, হারুন মোল্লা, তোফাজ্জল মাষ্টার, হোসেন মাষ্টার, মো.নাগর সুকানী, নাজমুল সুকানী, আলীম সুকানী, সুমন সুকানী, আনোয়ার সুকানী, মামুন ড্রাইভার,  সজুজ সুকানী প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত