নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. মোস্তাইন বিল্লাহ বলেছেন, টিকা সম্পর্কীত কোন সংবাদ প্রকাশের আগে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে যাচাই-করে নিবেন। যদি টিকা নিয়ে বিরুপ কোন সংবাদ করতে হয় তবে আগে আমার অথবা নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে তা যাচাই করবেন এবং আমাদের মন্তব্য নিয়ে সংবাদটি পরিবেশন করবেন। আজ ৭ই ফেব্রুয়ারি রবিবার সকালে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হসপিটালে ভ্যাকসিন কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের উদ্দেশ্যে এ সকল কথা বলেন। নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হসপিটালে ভ্যাকসিন কার্যক্রম পরিদর্শনকালে এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম।
মোস্তাইন বিল্লাহ বলেন, নারায়ণগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে আমরা কোভিড ১৯ এর ভ্যাকসিন দেওয়া শুরু করেছি। খানপুর ৩০০ শয্যা হসপিটালে আমরা ইতিমধ্যে সকাল থেকে প্রায় ৫৩ জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন এবং ৩০০ শয্যা হসপিটালের তত্বাবধায়কও ভ্যাকসিন নিয়েছেন। আমরাও ভ্যাকসিন নেব। আমাদের প্রত্যাশা আগামীকাল থেকে ২০০ এবং আগামী পরশু থেকে ৪০০ জন করে প্রত্যাকটি সেন্টারে ভ্যাকসিন দেব এবং পুরো নারায়ণগঞ্জে আমরা সাতটি সেন্টারে এই করোনা টিকাদান কার্যক্রম অব্যহত রেখেছি।
তিনি আরো বলেন, আমরা নারায়ণগঞ্জবাসীদের অনুরোধ করতে চাই যেহেতু আমরা একটা হটস্পটের মধ্যে আছি প্রত্যেকে রেজিস্ট্রেশন করুন এবং টিকা নিন। এই টিকাটি অত্যন্ত নিরাপদ এবং এ পর্যন্ত যারা নিয়েছেন তারা সবাই সুস্থ আছেন। যারা সম্মুখযোদ্ধা এবং বয়স্ক মানুষ তারা খুব সহজেই রেজিষ্ট্রেশন করে ভ্যাকসিনের আওতায় আসতে পারবেন।
এসময় জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, আপনারা জানেন নারায়ণগঞ্জ জেলা একটি হটস্পট। কোভিডের সময় যারা সবচেয়ে বেশি মাঠে কাজ করেছে সেই সংবাদ কর্মীরা, স্বাস্থ্য কর্মীরা এবং পুলিশ প্রশাসন যারা আছি আমরা স্বতঃস্ফূর্ত ভাবে টিকা গ্রহন করবেন। পুলিশ বিভাগের প্রায় নব্বইভাগ সদস্য ইতিমধ্যে রেজিস্ট্রেশন করেছে। যেহেতু নারায়ণগঞ্জ কোভিডের সময় অন্যতম হটস্পট ছিল। তাই আমরা চাই নারায়ণগঞ্জেই এই টিকাটার সবচেয়ে বেশি প্রয়োগ হোক। এ সময় টিকার বিরুদ্ধে যেকোন রকমের গুজব প্রতিহত করে সুষ্ঠু ভ্যাকসিন পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।