টিকা নেয়ার আহবান জানা‌লেন এম‌পি শাম‌ীম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : কোভিড১৯ প্রথম ধাপের করোনা টিকা (ভ্যাকসিন) নিয়েছে নারায়ণগঞ্জ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। আজ ২৪ই ফেব্রুয়াারি বুধবার  দুপুরে নারায়ণগঞ্জ ৩০০ শত শয্যা বিশিষ্ট হাসপাতালের টিকাদান কেন্দ্রে তিনি টিকা গ্রহণ করেন।

সময় শামীম ওসমান সবাইকে টিকা নেয়ার আহ্বান জানিয়ে বলেন, আমি এখনো কোথাও শুনতে পাই নাই যে এই টিকা নেয়ার কারনে কারো কোন ধরনের অসুবিধা হয়েছে। আমি সবাইকে বলতে চাই আপনি এবং আপনার পরিবারের লোকেরা টিকা নেন। এখনো বিশ্বের অনেক দেশে টাকা দিয়েও করোনার টিকা নিতে পারছে না। সেই দিক দিয়ে আমার মনে হয় আমরা অনেক এগিয়ে আমি সবাইকে আবার অনুরোধ করবো আসুন টিকা নেন।

প্রসঙ্গত, এর আগে ২৩ই ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ ৩০০ শত শয্যা বিশিষ্ট হাসপাতালের টিকাদান কেন্দ্রে কোভিড১৯ প্রথম ধাপের করোনা টিকা (ভ্যাকসিন) নিয়েছে শামীম ওসমানের পরিবারের সদস্যরা। এদিন সাংসদ শামীম ওসমানের টিকা নেওয়ার কথা থাকলেও তিনি ঢাকায় একটি জরুরি সভার কারনে টিকা নিতে আসতে পারেননি।

add-content

আরও খবর

পঠিত