নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শহরের টানবাজারে বৃষ্টি চৌধুরী নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী ব্যাংক কর্মকর্তা সুদীপ রায় ও শ্বশুর ব্যবসায়ী সুভাস চন্দ্র রায়কে আটক করেছে পুলিশ৷ শুক্রবার (১২ এপ্রিল) বিকালে শহরের টানবাজারের সাহপাড়া এলাকার গিয়াস উদ্দিনের বাড়ির ৭ম তলা থেকে অচেতন অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয় গৃহবধূ বৃষ্টিকে৷ পরে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক নুরুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন৷
এদিকে নিহত গৃহবধূ বৃষ্টি চৌধুরীর পরিবারের লোকজনের অভিযোগ, বৃষ্টির শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যা করেছে৷ বিয়ের পর ১৫ লাখ টাকা যৌতুক দেয়ার পর আরও যৌতুকের দাবিতে প্রায় সময়ই শ্বশুরবাড়ির লোকজন তাকে নির্যাতন করতো বলে অভিযোগ তাদের৷ নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে স্বামী ও শ্বশুরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে সদর মডেল থানা পুলিশ৷
এদিকে নিহতের স্বামী ডাচ বাংলা ব্যাংক নারায়ণগঞ্জ শহর শাখার কর্মকর্তা সুদীপ রায়ের দাবি, পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছেন বৃষ্টি চৌধুরী৷ ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছিল বলে দাবি করেন তিনি৷
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের ডা. নূরুজ্জামান বলেন, মৃত বৃষ্টি চৌধুরীর শরীরে আঘাতের চিহ্নসহ গলায় দাগ পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাবার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে৷
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে স্বামী ও শ্বশুরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি৷