নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদ দাতা ) : বন্ডের অপব্যবহার করে শুল্কমুক্ত কোটায় আমদানি করা সুতা খোলাবাজারে বিক্রির অভিযোগে নারায়ণগঞ্জ নগরীর টানবাজার এলাকায় অভিযান চালিয়েছে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট।
রবিবার (৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার এস এম হুমায়ুন কমিশনারের নির্দেশনায় ডেপুটি কমিশনার রেজভী আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় টানবাজারের বিসমি ইয়ার্ণ ট্রেডিংয়ের গোডাউন থেকে ১০ টন সুতা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা।
অভিযান প্রসঙ্গে ডেপুটি কমিশনার রেজভী আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে আমাদের কাছে অভিযোগ ছিল বন্ডের সুতা অবৈধভাবে খোলা বাজারে বিক্রি হচ্ছে। এই বন্ডের সুতা খোলা বাজারে চলে যাওয়ার ফলে দেশীয় শিল্প যথেষ্ট হুমকির মুখে পড়েছে।