টানবাজারের কেমিক্যাল ১০ দিনের মধ্যে সরিয়ে নেয়ার নির্দেশ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে টানবাজারের বিভিন্ন কেমিক্যাল ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা ও ১০দিনের মধ্যে কেমিক্যাল সরিয়ে নেয়ার জন্য ব্যবসায়ীদের নির্দেশ প্রদান করা হয়েছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি্র) বিকেলে উক্ত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. উজ্জল হোসেন ও মো. কামরুল হাসান মারুফ।

এসময় দোকানে অতিরিক্ত দাহ্য পদার্থ ও পলিথিন মজুদ রাখায় বিসমিল্লাহ বিউটি কালার প্রতিষ্ঠাকে ৫০ হাজার টাকা, সালাউদ্দিন এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা এবং নাহিদ ডাইস অ্যান্ড কেমিক্যালকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা চলাকালীন টানবাজারের সুতা, রং ও কেমিক্যাল ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ইয়ান মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এম সোলায়মান উপস্থিত হয়ে তিনি ব্যবসায়ীদের পক্ষ থেকে টানবাজার থেকে সকল কেমিক্যাল সরিয়ে নেওয়ার জন্য সময় চেয়ে নেন।

এসময় ব্যবসায়ীদের অনুরোধে তাদেরকে ১০দিনের সময় দিয়ে জেলা প্রসাসকের সহকারী কমিশনার মো. উজ্জল হোসেন বলেন, জেলা প্রশাসনের নির্দেশে এবং সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশেনায় ভ্রাম্যমান আদালতটি আজকেই প্রথম পরিচালন করা হয়েছে। ব্যবসায়ীদের ১০ দিনের সময় দেয়া হয়েছে। যেগুলো দাহ্য পদার্থ বা কেমিক্যাল অন্যকোথাও হস্তান্তর করে নেওয়া হবে। কোন জায়গায় নিচ্ছে সেটা আমরা লক্ষ্য রাখব। যেখানে হস্তান্তর করা হবে সেটা জনস্বার্থপূর্ণ কি না, জনবহুল জায়গায় কি না বা জনস্বার্থের হানি হবে কি না সেদিকে খেয়াল রাখা হবে। পরবর্তিতে যদি এটার তেমন প্রয়োগ না হয় তাহলে আমরা অভিযান অব্যাহত রাখব।

add-content

আরও খবর

পঠিত