নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ–সভাপতি পারভেজ আহমেদ এর পিতা জাবেদ আলী (৮৭) ১২ জুলাই রবিবার ইন্তেকাল করেছেন। ( ইন্না ইলাইহে ওয়া ইন্নাইলাইহে রাজেউন ) । তার মৃত্যুতে বিএনপি ও অঙ্গ–সংগঠন এর সর্বস্তরের নেতা–কর্মীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ।
১২ জুলাই রবিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ–সভাপতি পারভেজ আহমেদ এর পিতার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি এবং ওনার শোক সন্তপ্ত পরিবারের সবার প্রতি সহমর্মিতা জানাচ্ছি। আল্লাহ তায়ালা পারভেজ আহমেদ এর মরহুম পিতাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।