জেলা বিএনপির মামুন মাহমুদের নেতৃত্বে বিজয় স্তম্ভে পুস্পস্তবক অপর্ণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : মহান বিজয় দিবস উপলক্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন। ১৬ ডিসেম্বর রবিবার সকালে শহরের চাষাঢ়ায় বিজয় স্তম্ভে পুস্পস্তবক অর্পণ এবং ব়্যালি করেন জেলা বিএনপি।

পুস্পস্তবক অপর্ণ পরিশেষে মামুন মাহমুদ সাংবাদিকদের তিনি বলেন, এদেশের স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজকে কারাগারে বন্দী রয়েছে । এ কারাগার থেকে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

তিনি আরো বলেন, এ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করেই ছাড়ব ইনশাল্লাহ। সকলকে বিজয় দিবসের অভিন্দন এবং বিজয়ী শুভেচ্ছা জানিয়ে আজকের র‌্যালি এখানেই সমাপ্ত ঘোষণা করছি ।

 

add-content

আরও খবর

পঠিত