নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে লাইসেন্সবিহীন ও চিকিৎসক ছাড়াই অপারেশনসহ রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে তিনটি ক্লিনিক সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট । বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে শহরের খানপুর এলাকার আশশিফা ডায়গনস্টিক অ্যান্ড জেনারেল হাসপাতাল, সোহেল জেনারেল হাসপাতাল ও সম্রাট জেনারেল হাসপাতাল সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা ও একজনকে আটক করা হয়। একই সঙ্গে একটি ক্লিনিকের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা সিভিল সার্জন অফিসের কর্মকর্তা এবং জেলা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, অনুমোদন ছাড়া ক্লিনিক পরিচালনা করা এবং নানা অভিযোগে পরিচালিত বিভিন্ন ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারের তালিকা করেছি সে অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।