জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ফাইনালে বন্দর

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোর্টার ) : ফাইনালে উঠার লড়াই। সুবিধাজনক অবস্থায় আড়াইহাজার উপজেলা। ছেড়ে দেবার পাত্র নয় সোনারগাঁ উপজেলা। ড্র করলেই আড়াইহাজার ফাইনালে। সোনারগাঁকে ফাইনালে খেলতে হলে ৩-০ গোলের ব্যবধানে হারাতে হবে আড়াইহাজার উপজেলাকে। কঠিন সমীকরণ। এমন হিসেব-নিকেশের ম্যাচে শেষ পর্যন্ত সোনারগাঁ উপজেলা ২-০ গোলে আড়াইহাজার উপজেলাকে হারালেও তারা ফাইনালে উঠতে পারেনি। আড়াইহাজারের পরাজয়ে ভাগ্য ফিরে বন্দরের। তারা গোল গড়ে ফাইনালের টিকেট পেয়ে যায়। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের লীগ রাউন্ডের শেষ দিনে সব কিছুই নাটকে পূর্ণ থাকলো।

নীট কনসার্ণ গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ টুর্নামেন্টের ফাইনালে খেলবে রূপগঞ্জ উপজেলা ও বন্দর উপজেলা। এদিনের খেলায় আড়াইহাজার উপজেলা হেরেছে নিজেদের উগ্র মানসিকতার ফুটবলের কারণে। খেলা ড্র হলেই যেখানে ফাইনালে যাওয়ার পথ মসৃণ হয় সেখানে খেলার অন্তিম মূহুর্তে সাইড বেঞ্চে থাকা উগ্র কর্মকর্তারা সময় ক্ষেপনে খেলোয়াড়দের কৌশল শেখানোর বদলে ম্যাচ অফিসিয়ালদের অ¯্রাব্য ভাষায় গালিগালাজে অনুপ্রাণিত হয় তাদের কয়েকজন খেলোয়াড়। মাথা গরম করে খেলার সুযোগে দু’দুটি গোল করে আড়াইহাজারের ফাইনাল খেলার স্বপ্ন নস্যাৎ করে দেয়। ম্যাচ অফিসিয়াল সাগরকে গালিগালাজ করে লাল কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কার হন আড়াইহাজারের অফিসিয়াল জাহাঙ্গীর। পরে পুলিশ তাকে মাঠ থেকে বের করে আনে। প্রথমার্ধে পায়ে খেলার চেয়ে মুখে খেলা ছিল দৃষ্টিকটু। তবে গোলের সুযোগ নষ্ট করেছে সোনারগাঁও। তার এ অর্ধে ৩ গোলে লীড পেত। দ্বিতীয়ার্ধে খেলা যখন প্রায় ড্র দিকে তখনই আচমকা আক্রমণে দিশেহারা আড়াইহাজার।

খেলা শেষ হবার ৩ মিনিটে আগে ২ টি গোল হজম করে তারা। প্রথম গোল এর মালিক সোনারগাঁওয়ের অধিনায়ক সুমন (১-০)। এক গোলে লীড নেওয়া সোনারগাঁও আবার গোল পায়। এবার জ্বাল কাপান বিদেশি রিক্রুট সায়মন (২-০)। সোনারগাঁও জিতলেও তারা ফাইনালে খেলতে পারেনি কিন্তু আড়াইহাজারের স্বপ্ন ভঙ্গ করতে পেরেছে!

যারা খেলেছেন :

সোনারগাঁও উপজেলা : আজাদ, ইউসুফ (নুহেল), তপু, সোহেল, সাইদুর,ল্যান্ডিং, সায়মন, মারুফ, রোমান (মিলন), জুয়েল, (নয়ন) সুমন।

আড়াইহাজার উপজেলা : শাহেন শাহ, মোসেজ, শরিফ, সানি, তারেক, মরু মোহাম্মদ, শামিম, মাসুদ রানা, সিহাব, এভিল, মাসুম।

রেফারী : সাগর, ইমন, সুজেয়।

ফাইনাল খেলা মঙ্গলবার(১০ ডিসেম্বর)  : রূপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ও বন্দর উপজেলা ক্রীড়া সংস্থা, বেলা ২ টা। ওসমানী পৌর স্টেডিয়াম।

add-content

আরও খবর

পঠিত