জেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই বুধবার বিকালে ইসদাইর একেএম সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মো.জসিম উদ্দিন বলেন, বাংলাদেশ স্বাধীন না হলে আমি জেলা প্রশাসক ও আপনারা সভাপতি বা সেক্রেটারি হতে পারতেন না। যে মহান নেতার নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র সেই নেতাকে অবশ্যই আমাদের স্মরণ রাখতে হবে। সে হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা ওসমানী পৌর স্টেডিয়াম ও শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল তৈরি করবো।
এ ছাড়াও তিনি নারায়ণগঞ্জ জেলায় খেলাধুলার মান বুদ্ধির লক্ষ্যে কমিটির নেতৃবৃন্দের আরও গুরুত্ব সহকারে বেশি বেশি টুর্নামেন্ট আয়োজন করার আহ্বান জানান। সভার প্রথমে জেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসক মো.জসিম উদ্দিন।

সভায় জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: জসিম উদ্দিন এর সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর হায়দার টিটৃু এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম বিল্লাহ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কে.ইউ. আকসির, ফারুক বিন ইউসুফ পাপ্পু, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম চেঙ্গিস, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, কোষাধ্যক্ষ মো: জাহাঙ্গীর হোসেন মোল্লা, কার্যকরী সদস্য রবিউল হোসেন, মো: জাহাঙ্গীর হোসেন, মো: আসলাম, মো: আতাউর রহমান মিলন, মোহাম্মদ মাহবুব হোসেন বিজন, কার্যকরী পরিষদ উপজেলা সদস্য এস.এম আরিফ মিহির, মহিলা সদস্য আনজুমান আরা আকসির, রোকসানা খবির, জেলার ক্রিকেট কোচ জিয়াউল হক জিয়া, সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল প্রমুখ।

পরে ফুটবল ক্রিকেট, হ্যান্ডবল, ভলিবল, কাবাডি, ব্যাট মিন্টন, দাবাা, সাঁতার সহ বিভিন্ন খেলাধুলার উপকমিটি গঠন করা হয়। সভায় জেলার ক্রীড়া বিভাগের উন্নয়নের জন্য উপ-কমিটি প্রণয়ন করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়।

আলোচনা শেষে জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: জসিম উদ্দিন সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স এবং ওসমানী পৌর স্টেডিয়াম পরিদর্শন করেন।

add-content

আরও খবর

পঠিত