জেলা আ.লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিনে দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর শনিবার বিকালে ২নং রেল গেইট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়।

আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী সভাপতি আব্দুল হাই বলেন, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে শুদ্ধি অভিযান চালাচ্ছেন এজন্য স্বাগত জানাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ ভারতের চেয়ে অনেক সূচকে এগিয়ে গেছে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আমরা ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশে পা রাখবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্মদিন উপলক্ষ্যে কেক কাটতে নিষেধ করেছেন, তাই আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি। আমি গত বছর প্রধামন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন অনুষ্ঠানে বলেছিলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জয়ী করার মাধ্যমে তার ৭৩ তম জন্মদিন পালন করবো। আমরা আগামীতেও এভাবেই জন্মদিন পালন করবো।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধুর কর্মীরা আজ ঐক্যবদ্ধ। তিনি বলেন মুক্তিযুদ্ধের চেতনায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে আজকের এই শুভ দিনে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘ জীবন ও সুস্থতা কামনা করছি।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহিদ বাদল বলেন, ঐক্যের বিকল্প নাই, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে সকল অপশক্তিকে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা নির্মূল করতে পারবো। বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশ ১ হাজার বছর পিছিয়ে গিয়েছিলো আর তার কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে তার কর্মের মাধ্যমে বাংলাদেশকে ১ হাজার বছর এগিয়ে নিয়ে গেছেন।

অনুষ্ঠানে এসময় সাবেক সংসদ সদস্য হোসনে আরা বাবলী, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলহাজ্ব খবির উদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম,এ রাসেল, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা নূরুল হুদা, জেলা আওয়ামী লীগের গোপালদী পৌরসভার মেয়র জেলা আওয়ামী লীগের সদস্য হালিম শিকদার, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহাদৎ হোসেন ভূইয়া সাজনু, জেলা আওয়ামী লীগের সদস্য হাজ্বী আমজাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী প্রফেসর ড. শিরিন বেগম, নারায়ণগঞ্জ ব্যাংক কর্মচারী ফেডারেশন এর সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা আবদুল কাদির সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

add-content

আরও খবর

পঠিত