নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর এর বীর উত্তম খেতাব বাতিল করার সিদ্ধান্ত গ্রহণে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন আহবায়ক তৈমুর আলম খন্দকার ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ। ৯ই ফেব্রুয়ারি মঙ্গলবার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭২তম সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
১০ই ফেব্রুয়ারি বুধবার নারায়ণগঞ্জ বার্তাকে এক সংবাদ বিবৃতিতে তারা বলেন, যেই জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় দিশেহারা জাতি সাহসী হয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলো, যেই জিয়াউর রহমান একজন অন্যতম সেক্টর কমান্ডার হয়ে হাজার হাজার মুক্তিযুদ্ধাকে সংগঠিত করেছিলেন, অসামান্য বীরত্ব ও দক্ষতায় যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন সেই বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান এর বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্ত নেওয়ার অর্থ হলো সমগ্র মুক্তিযুদ্ধকে অপমান করা, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে অস্বীকার করার প্রচেষ্টা করা। বন্ধুকের নল এবং শঠতায় ভর করে সরকার ক্ষমতায় বসে থাকা এই সরকার তার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই এই ধরনের ভয়ংকর নিকৃষ্ট সিদ্ধান্ত নেওয়ার প্রয়াস চালিয়েছে। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে তারা বিএনপিকে ধ্বংস করার পায়তারায় একের পর এক হীনপন্থা অবলম্বন করে যাচ্ছে, জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রচেষ্টা এই ধরনের একটি জঘন্য প্রতিহিংসাপরায়ন কাজ।
তারা আরো বলেন, আসলে তারা মনে করেছে, জিয়াউর রহমানের খেতাব কেড়ে নিয়ে তারা জিয়াউর রহমানের অনন্য ইতিহাস মুছে ফেলতে পারবে, বাংলাদেশের কোটি কোটি জনগণের অন্তর থেকে জিয়া ও জিয়া পরিবারকে সরিয়ে দিতে পারবে। কিন্তু এই ভ্রষ্ট সরকার গত ১৪ বছরে বিএনপির উপর এতো অন্যায় অত্যাচার করে, জিয়া পরিবারকে ধ্বংস করার নানা প্রকারের চেষ্টা করেও কি বুঝতে পারে নাই যে জিয়াউর রহমান ও তার দল বাংলাদেশের মানুষের কাছে পর্বতসম আস্থারস্থল, যা শতচেষ্টা করেও টলানো যাবে না।
আমরা স্পষ্ট ভাষায় সরকারকে বলে দিতে চাই, আপনারা আপনাদের এই জঘন্য হীন প্রচেষ্টা থেকে বিরত থাকুন, মুক্তিযুদ্ধের অন্যতম সমরনায়ক জিয়াউর রহমানকে অপমান করার মাধ্যমে মুক্তযুদ্ধ ও সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে অপমান করবেন না। এই দেশটাকে বিশ্বের দরবারে আর হেয় করবেন না। মুক্তিযোদ্ধা কাউন্সিলের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করার নির্দেশনা দিন। না হলে, চরম আন্দোলনের মাধ্যমে এই ধরনের হীন চেষ্টার দাত ভাঙ্গা জবাব দেওয়া হবে।