নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আমলাপাড়ার বাসিন্দা জনৈক বাচ্চুকে মারধর, বাড়িতে হামলা ভাঙচুর এর অভিযোগে গ্রেফতার হওয়া জাতীয় ছাত্রসমাজের জেলা আহবায়ক মো. শাহাদাৎ হোসেন রুপু (৩২) ও গলাচিপার ডিএন রোডের মোখলেসুর রহমান (৩৫) কে জামিন দিয়েছে আদালত। রবিবার (১৫ সেপ্টেম্বর) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনিসুর রহমানের আদালতে জামিন আবেদন করা হলে আদালত জামিন মঞ্জুর করেন।
গত ৫ সেপ্টেম্বর শহরের আমলাপাড়া এলাকার বাসিন্দা বাচ্চু মিয়া বাদী হয়ে আজমেরী ওসমানসহ ৪ আসামীর মামলা দায়ের করেন। মামলার এজাহারে এক নম্বর আসামি করা হয়েছে আজমেরী ওসমানকে। মামলার অন্যান্য আসামিরা হলো- মোখলেসুর রহমান, মো. শাহাদাৎ হোসেন রুপু ও জুয়েল।
এ ঘটনায় মামলা দায়েরের পরপরেই রাত সাড়ে ১২টায় শহরের আল্লামা ইকবাল রোডের আজমেরী ওসমানের বাসা ও অফিস দেওয়ান মঞ্জিলে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), ফতুল্লা মডেল থানা ও সদর মডেল থানার একাধিক টিম।