নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন মুক্তিযুদ্ধ প্রজন্ম নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ। আগস্ট সকাল ১০ টায় শহরের চাষাড়া বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পন করে তারা। এর আগে একটি শোক র্যালী বের করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম নারায়ণগঞ্জ জেলা কমিটির আহবায়ক এইচ, এম রাসেল, যুগ্ন আহবায়ক বাবুল মোল্লা, মহানগর কমিটির সভাপতি হামদান উর রহমান শান্ত, সহ-সভাপতি আজহারুল ইসলাম রবিন, সহ-সভাপতি অজিত কুমার সাহা, সাধারণ সম্পাদক সালাউদ্দিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক গোলাম নবী মাসুদ, সহ সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম, সদস্য আলমগীর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।