নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : কেন্দ্রীয় জাতীয় পার্টির নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ প্রয়াত নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধায় শহরের কলেজ রোড তার নিজ বাসভবনে জাতীয় নিটিং ডাইং গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতি, জেলা সিএনজি অটোরিক্সা সড়ক পরিবহন মালিক সমিতি এবং বন্দর উপজেলা জাতীয় ছাত্র সমাজ এবং নারায়ণগঞ্জ দোকান ও কর্মচারি মালিক সমিতির পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, নাসিম ওসমান দুস্থ কল্যান ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, দুরপাল্লা পরিবহন শ্রমিক মালিক সমিতির সভাপতি মো. সাইদুর রহমান সেন্টু, সিনিয়র সহ সভাপতি কবির হোসেন, শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাব সরকার, সাংগঠনিক সম্পাদক শিবু রায়, প্রচার সম্পাদক মো. নয়ন, সমাজ কল্যান সম্পাদক মো. জামাল হোসেন প্রমুখ।