জাতীয় এয়ারগান শ্যূটিংয়ে না.গঞ্জ রাইফেল ক্লাব চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : সুজুকী ৯ম জাতীয় এয়ারগান শ্যূটিং চ্যাম্পিয়নশীপ-২০১৯ এ নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব চ্যাম্পিয়ন।  প্রতিযোগিতার শেষ দিনে রাইফেল ক্লাব ২টি স্বর্ন ও ১টি রৌপ্য পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শুক্রবার (৩ মে) পয়েন্ট ১৭৭ ম্যাচ এয়ার রাইফেল (পুরুষ)  সিনিয়র  ইভেন্টে রিসালাতুল ইসলাম স্বর্ন ও জেসিমুজ্জামান হিমেল রৌপ্য  এবং পয়েন্ট ১৭৭ এয়ার পিস্তল (পুরুষ) জুনিয়র  গ্রুপে রবিউল ইসলাম টমাস স্বর্ন পদক পেয়েছে।

এ প্রতিযোগিতায় রাইফেল ক্লাব ৩টি স্বর্ন, ৩টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক অর্জন করে। আর্মি শ্যূটিং এসোসিয়েশন রানার আপ অর্জন করেন।  উল্লেখ্য যে, বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশনের ব্যবস্থাপনায় ২০০৮ সালে ১ম জাতীয় এয়ারগান শ্যূটিং চ্যাম্পিয়নশীপ আরম্ভ হয়। ঐ বছর অনুষ্ঠিত প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

শরীয়তপুর ৩ আসনের জাতীয় সংসদ সদস্য নাইম রাজ্জাক প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশন এর মহাসচিব ইন্তেখাবুল হামিদ, নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ হায়দার খান কাজল, যুগ্ম সম্পাদক ফারুক বিন ইউসুফ পাপ্পু, শ্যূটিং কমিটির সদস্য সোহেল আক্তার সোহান, ক্লাব শ্যূটিং দলের ম্যানেজার শফিকুজ্জামান ও কোচ আসবাব আলী ফয়েজ।

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, ও নারায়ণগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ৯ম জাতীয় এয়ারগান শ্যূটিং চ্যাম্পিয়নশীপ এ রাইফেল ক্লাব চ্যাম্পিয়ন হওয়ায় শ্যূটারসহ ক্লাব কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।

এ ছাড়াও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও ক্লাবের সভাপতি রাব্বী মিয়া, জেলা পুলিশ সুপার ও ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ বিপিএম,পিপিএম বার, য্গ্মু সম্পাদক মোরশেদ সারোয়ার সোহেল, শ্যূটিং সম্পাদক কাজী ইমরুল কায়েস ,শ্যূটিং কমিটির আহবায়ক আমিনুর রশিদ ক্লাবের শ্যূটিং দলের এ সাফল্য অভিনন্দন জানিয়েছেন ।

add-content

আরও খবর

পঠিত